বাবর-রিজওয়ানের ব্যাটিং নিয়ে কঠোর সমালোচনা সাবেক তারকার
<![CDATA[
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিংয়ের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক তারকা বোলার আকিব জাভেদ। শোয়েব মালিককে বিশ্বকাপের দলে না রাখাতেও ক্ষোভ ঝেড়েছেন তিনি।
সবশেষ এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পাক ওপেনার রিজওয়ান। ছয় ইনিংসে ১১৭.৫৭ স্ট্রাইক রেটে তিনি করেছেন ২৮১ রান। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পরও দুর্বল রান রেটের কারণে সমালোচিত হন রিজওয়ান। বিশেষ করে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫ রানের ইনিংস খেললেও সমালোচকদের দাবি ৪৯ বল হজম করে দলকে তিনিই ডুবিয়েছেন।
অন্যদিকে ওপেনিংয়ে তার আরেক সঙ্গী বাবর আজম তো রানের দেখাই পাননি। ছয় ম্যাচে মাত্র ৬৮ রান এসেছে তার ব্যাট থেকে। তবে তিনি রান পাবেন সে আশা আছে সাবেক পাক তারকা বোলার আকিব জাভেদের। কিন্তু এ দুই ওপেনার যতই রান পান না কেন, তাতে দলের কোনো লাভ দেখছেন না জাভেদ। তার মতে বড় স্কোর তাড়া করার জন্য তাদের ব্যাটিং অকার্যকর।
আরও পড়ুন: মালিককে দল থেকে বাদ দিয়েছেন বাবর!
স্পোর্টস পাকটিভিতে জাভেদ বলেন, ‘বাবর এবং রিজওয়ান কখনোই দলের বাইরে থাকবেন না, কারণ তারা রান করে চলেছেন। কিন্তু তারা রান করে লাভ কী? তারা ওই ম্যাচটিই জেতাতে পারবে যেটার লক্ষ্যে থাকবে ১৫০ এর মধ্যে। কিন্তু লক্ষ্য ১৮০ রান হলে তারা সেটি আর জেতাতে পারবেন না।’
বড় রান তাড়া করার জন্য মোহাম্মদ নেওয়াজের মতো ব্যাটারই পাকিস্তানের দরকার বলে জানান জাভেদ। ভারতের বিপক্ষে ম্যাচের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আপনি যখন ১৮০ রানের লক্ষ্য পাবেন, তখন আপনার একটি ইনিংস প্রয়োজন হবে যা নেওয়াজ এশিয়া কাপে ভারতের বিপক্ষে চার নম্বরে খেলেছিলেন।’
আরও পড়ুন: পাকিস্তানের দল ঘোষণার পর আমিরের বিস্ফোরক মন্তব্য
নেওয়াজের ২০ বলে ৪২ রানের ওপর ভর করে ওই ম্যাচে এক বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পেয়েছিল পাকিস্তান। এদিকে মিডল অর্ডার সামলাতে শোয়েব মালিকের মতো ব্যাটারকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা উচিত ছিল বলে মনে করেন জাভেদ। তাকে না রাখায় তিনি পাক নির্বাচকদের সমালোচনা করতে ছাড়েননি।
জাভেদ বলেন, ‘এরপর শোয়েব মালিক আছেন। আপনার যদি কারো বয়স নিয়ে সমস্যা থাকে, তাহলে অন্তত আপনার একটি বিকল্প প্রস্তুত থাকা উচিত। আপনি জোর করে কাউকে সরিয়ে দিয়েছেন। আসিফ আলি কি তার জায়গায় খেলবেন? নাকি ইফতেখার, নাকি খুশি? ’
]]>