মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা
<![CDATA[
রাজধানীর মিরপুরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের ৭৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও দেড়শ জনকে আসামি করে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে পল্লবী থানার এসআই সাইফুল ইসলাম একটি মামলা দায়ের করেন। সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে এ ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট এবং মামলায় যাদের নাম রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ৬ নম্বরে বিএনপির সমাবেশ শুরুর আগে পাশ দিয়ে আওয়ামী লীগের একটি শোক র্যালি যাচ্ছিল। পুলিশের দাবি, সেই র্যালিতে বিএনপি নেতাকর্মীরা উস্কানি দিলে তাদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সরিয়ে দিলে, বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের বেশ কয়েকজন আহত হয়।
আরও পড়ুন: সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
এদিকে মিরপুর সমাবেশে হামলার প্রতিবাদে আগামী রোববার (১৮ সেপ্টেম্বর) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলেন এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি বলেন, নিরপেক্ষ সরকারের দাবির আন্দোলন নস্যাৎ ও একদলীয় শাসন পাকাপোক্ত করতে বিএনপির ওপর হামলা-নির্যাতন চালাচ্ছে সরকার। এ হামলা-নির্যাতনের প্রতিবাদে রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
]]>




