নটর ডেম কলেজে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম জাতীয় ইংলিশ কার্নিভাল
<![CDATA[
রাজধানীর স্বনামধন্য নটর ডেম কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাউথ ইস্ট ব্যাংক প্রেজেন্টস সপ্তম জাতীয় ইংলিশ কার্নিভাল -২০২২’। ‘জ্বলে ওঠো সেরাদের মধ্য হতে’ এই স্লোগানে আগামী ২২-২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উৎসবটি।
শনিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, নটর ডেম কলেজ প্রাঙ্গণে প্রতিবছরই ন্যাশনাল ইংলিশ কার্নিভাল আয়োজন করে যাচ্ছে নটর ডেম ইংলিশ ক্লাব। কিন্তু করোনা মহামারিরতে গত বছর অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। তাই দীর্ঘ দুই বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত এ উৎসবটি।
রাজধানীর মতিঝিলে অবস্থিত নটর ডেম কলেজ ক্যাম্পাসে আগামী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠানটি উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। কার্নিভালটিতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় টিভি।
কার্নিভালটিতে অংশগ্রহণ করার জন্য অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন করতে এই লিংকে ক্লিক করুন ।
ইভেন্টগুলোর পরিচালনায় বিড়ম্বনা এড়াতে এরই মধ্যে ঢাকা ও ঢাকার বাইরের নানা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ক্যাম্পাস প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। শিক্ষার্থীরা এককভাবে অথবা দলগতভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিটি প্রতিযোগিতার জন্যই রয়েছে প্রিলিমিনারি ও চূড়ান্ত ধাপ। প্রতিযোগিতা শেষে বিচারকরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের নাম ঘোষণা করবেন।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যত নতুন নির্দেশনা
কার্নিভালটিতে শিক্ষার্থীরা মাধ্যমিক, কলেজ ও ভার্সিটি এই তিন বিভাগে অংশ নিতে পারবেন। অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা মাধ্যমিক বা ‘এস’ গ্রুপ, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজ বা ‘সি’ গ্রুপ এবং অনার্সের প্রথম হতে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ভার্সিটি বা ‘ইউ’ গ্রুপের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবেন।
অনুষ্ঠানটি তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে। প্রথমদিন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে শিক্ষা উপমন্ত্রী অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। এক ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান শেষে প্রতিযোগীরা ইংলিশ অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন। এরপর ‘ওয়ার্ড প্লে’- এর মধ্য দিয়ে প্রথম দিনের মতো পর্দা নামবে কার্নিভালটির।
উৎসবের দ্বিতীয় দিন থাকবে নানা পর্ব-প্রতিযোগিতায় ভরপুর। সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীরা উপস্থিত গল্প লিখন, দলগত কুইজ, শুদ্ধ বানান প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা লিখনসহ নানা আকর্ষণীয় ও শিক্ষণীয় ইভেন্টে অংশ নেবে। তবে মূল চমক হিসেবে থাকছে ‘মেগা কুইজ’ যা শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।
আরও পড়ুন: বোর্ডের ভুলের খেসারত দিচ্ছে শিক্ষার্থীরা, পরীক্ষা স্থগিত
উৎসবের শেষ দিন শুরু হবে ‘টার্ন কোট’ প্রতিযোগিতার মাধ্যমে। এ ছাড়া থাকবে উপস্থিত বক্তৃতা এবং মাল্টিমিডিয়া উপস্থাপনা। আগের দিনের মতো এদিনও সকাল সাড়ে ৮টায় প্রতিযোগিতা শুরু হবে এবং প্রতিযোগিতা পর্বের সমাপ্তি ঘটবে ইংরেজি কবিতা আবৃত্তির মধ্য দিয়ে।
বিকেল সাড়ে ৪টায় বর্ণিল সমাপনী অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং সাবেক নটরডেমিয়ান গোলাম দস্তগীর গাজী। আহ্বায়ক হিসেবে উপস্থিত থাকবেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও। পরবর্তীকালে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করবেন এবং সবশেষে সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে পর্দা নামবে তিন দিনব্যাপী এই বৃহৎ শিক্ষাযজ্ঞের।
]]>