ঐতিহাসিক ৭ই মার্চ: ফেনী মডেল থানার আয়োজনে কেক কেটে আনন্দ উদযাপন
শহর প্রতিনিধি->>
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ফেনী মডেল থানার আয়োজনে আনন্দ উদযাপন অনু্ষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুডান্ত সুপারিশ প্রাপ্তিতে রোববার বিকেলে ফেনী মডেল থানা প্রাঙ্গনে আয়োজিত আনন্দ উদযাপননে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সভাপতিত্বে অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক মঞ্জুল আলম, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র পাল, ভারপ্রপ্ত সিভিল সার্জন ডা. মাসুদ রানা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. হাফেজ আহমেদ পিপি, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম।
অনুষ্ঠান চলাকালীন সময়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি ভাষন, জাতিসংঘের ইউনোস্কো কর্তৃক স্বীকৃত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন, উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হইতে উন্নয়নশীল দেশে উন্নতি লাভ করায় জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ডকুমেন্টারী এবং করোনাকালীন সময়ে বাংলাদেশ পুলিশের অগ্রনী ভূমিকা প্রদর্শন করা হয়।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে অতিথিবৃন্দ কেক কেটে ঐতিহাসিক ৭ই মার্চর সুবর্ণ জয়ন্তী পালন করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনায় ও পুলিশ সুুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম পিপিএম মহোদয়ের তত্ত্বাবধানে ফেনী মডেল থানার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে যথাযথ মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।