যে কারণে ভারতীয় সাংবাদিকের ফোন কেড়ে নিয়েছিলেন রমিজ
<![CDATA[
এশিয়া কাপের ফাইনাল শেষে ভারতীয় এক সাংবাদিকের ওপর বেজায় চটেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। রেগেমেগে সেই সাংবাদিকের ফোনও কেড়ে নেন তিনি। পিসিবি চেয়ারম্যানের এমন আচরণে সমালোচনার ঝড় বইছে।
বিতর্কিত এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেটের অভিভাবক। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজার দাবি, ভারতীয় সেই সাংবাদিক উসকানি দিতেই এমন প্রশ্ন করেছিলেন সেদিন। বলেন, এ ধরনের প্রশ্ন উসকানিমূলক। সঙ্গে এটাও বললেন, ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি এটা নিয়ে আর আলোচনা চাই না।
সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারত-পাকিস্তানের লড়াই ছিল সমানে সমান। গ্রুপ পর্বের লড়াইয়ে ভারত জিতলেও সুপার ফোরে রোহিত শর্মার দলকে হারিয়ে প্রতিশোধ নেয় পাকিস্তান। মাঠের বাইরে দুদলের উত্তাপ তাই আরও জমেছিল। সুপার ফোর থেকেই বিদায় নেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতকে কটাক্ষ করে অনেক পাকিস্তানি সমর্থক।
আসরের ফাইনালে লঙ্কানদের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় পাকিস্তানের। পাক সমর্থকরা এই হারে বেজায় হতাশ। সমালোচনায় মুখর সাবেক ক্রিকেটাররাও। দল নির্বাচনে পক্ষপাতের অভিযোগও তুলছেন কেউ কেউ। সুযোগ পেয়ে সেই ঠাট্টা তামাশার কিছুটা বদলা নেয়ারই হয়তো চেষ্টা করেছিলেন ভারতীয় এক সাংবাদিক। এজন্য রমিজ রাজাকে ভারতীয় সেই সাংবাদিক প্রশ্ন করেন, দলের হারে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা অত্যন্ত ক্ষুব্ধ। তাদের জন্য কোনো বার্তা? ভারতীয় সাংবাদিকের এই কথা শুনেই মেজাজ হারান রমিজ।
আরও পড়ুন: ভারতীয় সাংবাদিকের ওপর চটেছিলেন রমিজ
এ প্রসঙ্গে রমিজ রাজা বলেন, তার প্রশ্ন সঠিক ছিল না। ওই সাংবাদিকের কাছে জানতে চেয়েছিলাম, উনি কিভাবে জানলেন পাকিস্তানের সব সমর্থক ক্ষুব্ধ? স্টেডিয়ামে উনি তো সাধারণ সমর্থকদের সঙ্গে বসেননি। তাহলে খেলা শেষ হতেই তিনি কিভাবে সমর্থকদের বক্তব্য জানলেন?
ভারতীয় ওই সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুড়েছিলেন, আপনি তো ভারত থেকে এসেছেন, আপনার দেশের জনগণ তো মনে হয় অনেক খুশিতে আছে!’ জবাবে সেই সাংবাদিক বলেন, আমরা খুশি নই।
]]>