জাতীয় পার্টির আরেক নেতাকে অব্যাহতি
<![CDATA[
চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ-পদবি থেকে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি।
শনিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ-পদবি থেকে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দিয়েছেন।
এরই মধ্যে এ আদেশ কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আরও পড়ুন: জাতীয় পার্টিতে কোন্দল, রাঙ্গার বহিষ্কার নিয়ে উত্তেজনা
এর আগে গত ১৪ সেপ্টেম্বর চেয়ারম্যান জিএম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডিয়াম সদস্যসহ জাতীয় পার্টির সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদবি থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর করা হয়েছে।
]]>