নাটোরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, শিক্ষককের বিরুদ্ধে মামলা
<![CDATA[
নাটোরের সিংড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহীন আলী নামে এক স্কুলশিক্ষককের বিরুদ্ধে মামলা মামলা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে সিংড়া থানায় মামলাটি করেন।
অভিযুক্ত শাহীন আলী উপজেলার কুমিড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে এবং স্থানীয় পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। পরে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা, মামাতো ভাই গ্রেফতার
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী সময় সংবাদকে জানান, মামলা গ্রহণের পর অভিযুক্ত শাহীনকে চিকিৎসাধী অবস্থায় গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীন আলী দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন শাহীন। এ সময় গৃহবধূর চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।
]]>




