বিনোদন

ক্রিকেটার আল আমিনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

<![CDATA[

ক্রিকেটার আল আমিন হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে আল আমিনের স্ত্রী ইশরাত জাহান মিশুর পরিবার ও এলাকাবাসী।

এতে ব্যানার, ফেস্টুন ও লিফলেট নিয়ে আল আমিনের স্ত্রী মিশুর পরিবারের লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এ সময় শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম হাকিম আহম্মেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুন, সমাজকর্মী খন্দকার ফারুক আহম্মেদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: স্ত্রীর সম্পর্কে ভয়ংকর তথ্য দিলেন আল আমিন

মানববন্ধনে বক্তারা বলেন, আল আমিন দীর্ঘদিন ধরে তার স্ত্রী ইশরাত জাহান মিশু ও দুই সন্তানের ওপর নির্যাতন করে আসছে। তার স্ত্রী ও দুই সন্তানের অধিকার ফিরিয়ে দেয়ার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন মামলায় আল আমিনের গ্রেফতার ও শাস্তির দাবি করেন তারা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!