টিকটকে ফাঁসির অভিনয় করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
<![CDATA[
টিকটকের জন্য ফাঁসির ভিডিও তৈরি করতে গিয়ে গলায় ফাঁস লেগে পল্লব দেবনাথ (১৭) নামের এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ভিডিও রেকর্ড চালু অবস্থায় তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। ভিডিওতে দেখা যায়, একাধিকবার ফাঁসির চেষ্টা করছিল সে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মহাদেব বাড়িতে এমন মর্মান্তিক এ ঘটনা ঘটে।
মুন্সিরহাট আলী আজম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নিহত পল্লব দেবনাথ। ফুলগাজীর শ্রীপুর গ্রামের মহাদেব বাড়ির কেশব দেবনাথ ও নিলু দেবনাথের ২য় পুত্র।
ভিডিওতে দেখা গেছে, একাধিকবার চেষ্টা করার পর শেষবার ফ্যানের সঙ্গে গামছা বেধে ফাঁসির চেষ্টায় সত্যি সত্যি তার গলায় ফাঁস লেগে যায়। সে সময় বাঁচার চেষ্টা করেও পল্লব গলা থেকে গামছা খুলতে ব্যর্থ হন।
পরে তার কক্ষে গিয়ে ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে পল্লবের ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবার। পরে পুলিশকে খবর দিলে ফুলগাজী থানা পুলিশ মরদেহ ও মোবাইল উদ্ধার করে।
আরও পড়ুন: চাঁদপুরে আবাসিক হোটেল থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার
পুলিশ জানায়, পল্লব টিকটকে আসক্ত ছিল। পরিবারের সদস্যদের অনুপস্থিতি ঘরের দরজা বন্ধ করে ফাঁসির দৃশ্যের অভিনয় করতেছিল। তার মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা গেছে রেকর্ড চালু করে ২ বার ফাঁসির চেষ্টা করে সে। তৃতীয়বারের সময় ফাঁসির চেষ্টা করতে গিয়ে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, খুবই চঞ্চল প্রকৃতির ছেলে ছিল পল্লব। তাদের ধারণা যে ফাঁসির দৃশ্য কেমন হয় এমন কৌতূহল থেকে ভিডিও করতে গিয়ে এমন দুর্ঘটনার শিকার হয়েছে সে।
স্বজনরা আরও জানান, কিছুদিন আগেও হাতের মধ্যে অহেতুক ব্যান্ডেজ লাগিয়ে অভিনয় করে বন্ধুদের চমকে দিয়েছিল। সে হয়তো এবারও ফাঁসির দৃশ্য ভিডিও করে বন্ধুদের দেখাতে চেয়েছিল।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দিন জানান, কিশোরের মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের ব্যবহৃত মোবাইল ফোনের ভিডিওতে দেখা গেছে সে ফাঁসির দৃশ্য ধারণ করার চেষ্টা করে। শেষবার গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়। তার পিতা কেশব দেবনাথ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
]]>