ছাত্রীদের ভিডিও ফাঁস: বিক্ষোভে উত্তাল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়
<![CDATA[
ভারতের পাঞ্জাবের মোহালিতে এক ছাত্রী হোস্টেলের একাধিক শিক্ষার্থীর গোসলের ভিডিও অনলাইনে ছড়িয়ে দেয়ার অভিযোগ ওঠার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। এ ঘটনায় পুলিশ মামলা নিয়েছে এবং এক ছাত্রীকে গ্রেফতার করেছে। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হোস্টেলের ছাত্রীদের গোসলের ভিডিও করে সিমলায় এক ছেলের কাছে পাঠিয়ে দেন। ছেলেটি ভিডিওগুলো অনলাইনে ছাড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা জানাজানি হলে যে ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ, তার শাস্তির দাবিতে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।
অভিযুক্ত ছাত্রী হোস্টেলমেটদের ৬০টির মতো ভিডিও করেছে বলে অভিযোগ পাওয়া গেলেও পুলিশ বলছে, তারা এখন পর্যন্ত একটি ভিডিওরই সন্ধান পেয়েছে। গ্রেফতার ছাত্রীও শুধু একটি ভিডিওর কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: হোস্টেলের ৬০ ছাত্রীর গোসলের ভিডিও ফাঁস, ৮ জনের আত্মহত্যাচেষ্টা
এদিকে ভিডিও ছড়ানোর ঘটনায় একাধিক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে ‘গুজব’ বলেছে।
অন্যদিকে, পুলিশের তদন্তের মধ্যেই এই ঘটনায় রাজনীতির রং লেগেছে। পাঞ্জাবের শাসক দল আম আদমি পার্টি যখন দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দিচ্ছে, তখন আন্দোলনকারীদের মধ্যে রয়েছে বিজেপিও। দ্রুত দোষীদের খুঁজে বের করার জন্য প্রশাসনের ওপর চাপ দিচ্ছে তারা।
এ বিষয়ে পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনায় দোষীরা কড়া শাস্তি পাবে।
]]>




