বাংলাদেশ

সেই লিমনের বাবার ওপর হামলা, দুই জনের কারাদণ্ড

<![CDATA[

র‌্যাবের গুলিতে পা হারানো সেই লিমন হোসেনের বাবা তোফাজ্জল হোসেন আকনকে (৬০) পিটিয়ে আহত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় অপর চার আসামিকে খালাস দেয়া হয়।

এ ঘটনার প্রধান আসামি ইব্রাহিম হোসেনকে (৪৮) দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাস দণ্ড এবং আবদুল হাইকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন। 

আদালতের বেঞ্চ সহকারী মো. শাহাদাৎ হোসেন এ তথ্য জানান।

দণ্ডিতরা জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউপির ইদূর বাড়ি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

মামলার নথি সূত্রে জানা গেছে, রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ২০১৯ সালের ৬ এপ্রিল দুপুরে  ইব্রাহিম নেতৃত্ব দিয়ে ৫ থেকে ৬ জন লিমনের বাবা মো. তোফাজ্জল হোসেন আকনের ওপর হামলা চালায়। হামলাকারীরা তোফাজ্জলকে পিটিয়ে হাড় ভেঙে দেয়। এ ঘটনার পরের দিন লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে স্বামীকে রক্তাক্ত জখমের ঘটনায় রাজাপুর থানায় একটি মামলা করেন। রাজাপুর থানার এস আই মাইনউদ্দিন মুন্না ২০১৯ সালের ২৭ মে ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত আটজনের সাক্ষ্যগ্রহণ করে সোমবার এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: নরসিংদীতে পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র সরবরাহ, যুবকের কারাদণ্ড

লিমনের বাবা মো. তোফাজ্জল হোসেন আকন বলেন, এ ইব্রাহিম র‌্যাবকে মিথ্যা তথ্য দিয়ে আমার ছেলে লিমনকে গুলি করায়। আল্লাহর কাছে হাজার শোকর এতদিন পর হলেও কিছু একটা বিচার পেয়েছি।

২০১১ সালের ২৩ মার্চ বাড়ির পাশের মাঠে গরু আনতে গেলে এক অভিযানের সময় র‌্যাবের গুলিতে একটি পা হারান লিমন হোসেন। তবে দীর্ঘ চড়াই-উৎরাই পেরিয়ে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে বর্তমানে সাভার গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষকতা করছেন লিমন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!