বাংলাদেশ

অস্ত্রোপচারে পা কাটতে হয়নি

<![CDATA[

দীর্ঘদিন থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কণ্ঠশিল্পী আকবর। এরপর গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে।
পরদিন তার ডান পায়ে একটি অস্ত্রোপচার করা হয়। সোমবার (১৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দফায় তার পায়ে অস্ত্রোপচার করা হয়। এসব তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

শারীরিক অবস্থা জানিয়ে কানিজ ফাতেমা বলেন, ‘শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি। গতকাল (সোমবার) আরেকটি অস্ত্রোপচার হয়েছে। এ সময় আকবরের পায়ের পচা মাংস কেটে ফেলা হয়েছে। এখন ড্রেসিং চলছে।’

এর আগে খবর এসেছিল কণ্ঠশিল্পী আকবরের পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে গিয়েছে। ডাক্তার বলেছেন, হয়তো পা কেটে ফেলতে হবে। কারণ, জীবাণু হাড় পর্যন্ত পৌঁছে গেছে। পা কেটে না ফেললে তা ছড়িয়ে পড়বে।

আরও পড়ুন: মেয়ের জন্য দোয়া চাইলেন আসিফ আকবর

আকবরের স্ত্রী বলেন, ‘পা কেটে ফেলার বিষয়ে কোনো সিদ্ধান্ত ডাক্তার এখনো নেননি। দেখা যাক, আল্লাহ কী করেন! সবাই ওর জন্য দোয়া করবেন।’ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং বিরল চর্মরোগে ভুগছেন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ থেকে পরিচিতি পাওয়া গায়ক আকবর আলী।

গত মে মাসে আকবরের পায়ের অস্ত্রোপচার করা হয়। তারপর বেশ ভালো ছিলেন তিনি। মাঝের চার মাসে স্টেজ শো পর্যন্ত করেছেন। আকস্মিকভাবে তার পায়ে পানি জমতে থাকে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: তালাকের পর আমি বিয়ে করেছি, আমার প্রাক্তনও করেছে: ন্যান্সি

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন আকবর। কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি নতুন করে গেয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তারপর ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামের গানটি গেয়ে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। স্ত্রী কানিজ ফাতেমা এবং মেয়ে অথৈকে নিয়ে রাজধানীর মিরপুরে বসবাস করছেন আকবর।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!