বান্দরবানে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, পাঁচজনের মৃত্যুদণ্ড
<![CDATA[
বান্দরবানে ছোট্ট মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।
নিহত ছোট্ট মিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দিয়াকুল এলাকার মৃত আনু মিয়ার ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।
অপরদিকে দণ্ডপ্রাপ্তরা হলেন- বান্দরবান সদর উপজেলার লুলাইন হেডম্যান পাড়ার বাসিন্দা রে অং মার্মার ছেলে উচিংনু মার্মা (২২), একই এলাকার মংনুমং মার্মার ছেলে উবা চিং মার্মা (৩০), থোয়াই চিং মং এর ছেলে চিং নু মং (২৩), মৃত ক্যহ্লা প্রুর ছেলে মং নু মং (৫০) এবং লুলাইন পুর্নবাসন পাড়ার বাসিন্দা কুনাক মার্মার ছেলে মং থু।
রায় ঘোষণার সময় চিং নু মং প্রকাশ হদা উপস্থিত ছিলেন। অপর আসামিরা পলাতক রয়েছেন।
জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. কামরুল হাসান সময় সংবাদকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ক্রসফায়ারের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় / ডিবির সাত সদস্যের কারাদণ্ড
মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের সেপ্টেম্বরের শুরুর দিকে নিহত ছোট্ট মিয়া আসামি উচিংনু মার্মার কাছ থেকে ২ হাজার টাকা বায়না দিয়ে একটি গরু ক্রয় করেন। পরে ১২ সেপ্টেম্বর তিনি ক্রয়কৃত গরু আনার জন্য বাকি টাকা নিয়ে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার হানসামাপাড়া বাজারে যাওয়ার পর নিখোঁজ হন। এ ঘটনায় পুলিশ আসামি উচিংনু মার্মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, কয়েকজনের সহযোগিতায় দা দিয়ে ছোট্ট মিয়ার গলা কেটে খুন করে মাটিচাপা দিয়ে রেখেছেন। পরে পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে ছোট্ট মিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ওই বছরের ১৬ সেপ্টেম্বর নিহত ছোট্ট মিয়ার ভাই মো. আমজু মিয়া বাদী হয়ে একটি মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন।
আদালতে উপস্থিত আসামি চিং নু মং প্রকাশ হদাকে জেল হাজতে পাঠানো হয়।
]]>