খেলা

র‌্যাঙ্কিংয়ে সুখবর পেলেন নিগার-সালমা-শামিমা

<![CDATA[

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবশেষ হালনাগাদ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি, সালমা খাতুন ও শামিমা সুলতানা।

দেশের ক্রীড়াঙ্গনে একের পর এক সুখবর নিয়ে আসছেন নারীরা। ফুটবলে সাবিনা খাতুনরা বাংলাদেশকে জিতিয়েছেন সাফ শিরোপা। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ম্যাচ জিতে মূলপর্বের টিকিট পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেছেন জ্যোতিরা। আয়ারল্যান্ডকে নিজেদের প্রথম ম্যাচে ১৪ রানে হারানোর পর, তারা স্কটল্যান্ডকে হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। এ দুই ম্যাচে পারফরম্যান্স ঝলক দেখিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তিন টাইগ্রেস।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) র‌্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। যেখানে ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়েছেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। ছয় ধাপ এগিয়েছেন শামিমারা। আর অলরাউন্ডারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন সালমা খাতুন।

আরও পড়ুন: স্কটল্যান্ডকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

জ্যোতি বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৩ বলে এক ছক্কা ও ১০ চারে ৬৭ রানের ইনিংস খেলার পর স্কটল্যান্ডের বিপক্ষে ৫ চারে ৩৪ রান সংগ্রহ করেন। আর তাতে পাঁচ ধাপ এগিয়ে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশি অধিনায়ক।

এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠতে না পারলেও আইরিশদের বিপক্ষে ৪০ বলে ৪৮ রানের অনবদ্য এক ইনিংস খেলে ছয় ধাপ এগিয়ে ৭২ নম্বরে অবস্থান করছেন শামিমারা। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে তার আগে ৪৬তম স্থানে ফারজানা হক আর সালমা আছেন ৪৯তম স্থানে।

আরও পড়ুন: মাঠে নেমে সাবিনাদের অভিনন্দন জানালেন টাইগ্রেসরা

অন্যদিকে স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাকিস্তানের নিদা দারকে পেছনে ফেলে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে উঠে এসেছেন সালমা। বোলিংয়েও বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে রয়েছেন তিনি। র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ১৩তম।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!