নরসিংদীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৮
<![CDATA[
নরসিংদীতে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে মাধবদী থানার চৌয়া এলাকার একটি কালভার্টের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদী জেলার মাধবদী থানার সাগরদী এলাকার মো. ইব্রাহীম (৪০), ডৌকাদি এলাকার মো. ইউনুস (৩৫), বালাপুর এলাকার মো. আইয়ুব (২৫), বিরামপুর এলাকার মো. শাহীন (৩৭), সাগরদী এলাকার শফিকুল ইসলাম বাদল (৪০), নরসিংদী সদর থানার বানিয়াছল এলাকার মো. রুবেল (২৩), নারায়ণগঞ্জের আড়াইহাজারের শালমদী এলাকার মো. শাহীন (২৩) ও যশোর জেলার যশোর কোতোয়ালি থানার সাজেআলী এলাকার মো. জাহাঙ্গীর (৪০)।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন।
তিনি জানান, ডাকাতির প্রস্তুতির গোপন তথ্য পেয়ে রাত দেড়টার দিকে চৌয়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি ও থানা পুলিশ। এসময় চৌয়ার একটি প্রজেক্টসংলগ্ন কালভার্টের ওপর থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ ৩ যুবক গ্রেফতার
এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি কাটার, দুটি রামদা, একটি লোহার পাইপ, একটি লোহার পাত ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপভ্যানটিও জব্দ করা হয়।
পরস্পর সহযোগিতায় মাধবদী থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্য ঘটনাস্থলে অস্ত্র-গুলি ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গ্রেফতাররা। এ ঘটনায় মাধবদী থানায় আলাদা দুটি মামলা হয়েছে।
]]>




