নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
<![CDATA[
যেকোনো সংকটে কার্যকর সমাধান পেতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের নীতিনির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারি মোকাবিলায় অন্যান্যদের চেয়ে নারী নেতৃত্বই বেশি সফলতা দেখিয়েছে।
তিনি বলেন, সংকট কাটাতে নীতিনর্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ‘প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন শেখ হাসিনা। জাতিসংঘ সদর দফতরের ট্রাস্টিশিপ কাউন্সিল কক্ষে সাধারণ পরিষদের অধীনে প্রথমবারের মতো নারী নেতৃত্ব শীর্ষক উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
‘আজকের আন্তসংযুক্ত চ্যালেঞ্জে নারী নেতাদের দ্বারা রূপান্তরমূলক সমাধান’ প্রতিপাদ্যের ওই সভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০৩০ সালের মধ্যে কর্মসংস্থানে দেশের সব ক্ষেত্রে ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ করবে নিশ্চিত করবে বাংলাদেশ।
বিস্তারিত আসছে…
]]>




