বরগুনায় ছাত্রলীগ নেতার ‘ইয়াবা সেবনের’ ভিডিও ভাইরাল
<![CDATA[
বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আদনান খালিদ মিথুনের ‘ইয়াবা সেবনের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিডিওটি সময় সংবাদের কাছে আসে।
তবে এ ভিডিওটি এডিট করে বানানো হয়েছে বলে দাবি করেছেন মিথুন। এ জন্য আইনের আশ্রয় নেবেন বলেও জানান তিনি।
গোপন ক্যামেরায় ধারণ করা তিন সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়- আরেকজনের সহযোগিতা নিয়ে ইয়াবা সেবন করছেন মিথুন। এ সময় মিথুন শীতের পোশাক পরিধান করা ছিলেন।
এ বিষয়ে বি এম আদনান খালিদ মিথুন বলেন সময় সংবাদকে বলেন, ‘আমি সাইবার অপরাধের শিকার হয়েছি। আমি কখনও ইয়াবা সেবন করিনি। এ ঘটনায় আমি আইনের আশ্রয় নেব।’
আরও পড়ুন: মাটির নিচ থেকে সোয়া দুই লাখ পিস ইয়াবা উদ্ধার, অস্ত্রসহ ডিলার আটক
সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য প্রতিপক্ষের লোকজন ভিডিওটি এডিট করে ছড়িয়ে দিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি ডোপ টেস্ট করাব। আমি মাদক সেবন করি কি না, তা এ টেস্টের মাধ্যমে প্রমাণিত হবে। এছাড়া আমি এ বিষয়ে সংবাদ সম্মেলনও করব।’
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, ‘ভিডিওটির বিষয়ে শুনেছি। এ বিষয়ে তদন্ত করে মিথুনের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
]]>