বাংলাদেশ

চ্যাম্পিয়নদের বরণে ছাদখোলা বাস প্রস্তুত

<![CDATA[

শেষ হয়েছে সব রকম প্রস্তুতি। বিআরটিসির ডাবল ডেকার বাসের ছাদ কেটে, স্টিকার লাগিয়ে চ্যাম্পিয়নদের উদ্‌যাপনের জন্য তৈরি হয়েছে বিশেষ ছাদখোলা বাস। এবার সাবিনাদের বরণ করে নেয়ার অপেক্ষা।

নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে গত রোববার (১৯ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে একটা পোস্ট করেছিলেন বাংলাদেশ নারী দলের ফুটবলার সানজিদা আক্তার। আক্ষেপ করে জানিয়েছিলেন, ছাদখোলা বাসে উদ্‌যাপন না হলেও দেশের মানুষের জন্য ট্রফি জিততে চান তারা। দেশকে শিরোপা উপহার দেয়ার পর, তাদের সেই আক্ষেপ ঘোচানোর ঘোষণা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আরও পড়ুন: আমি তো চাই প্রত্যেক মেয়েকে ২ কোটি টাকা করে দিতে: সালাউদ্দিন

ছাদখোলা বাসের অনেক সন্ধান করে, সময় স্বল্পতার কারণে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত বিআরটিসিরি একটি ডাবল ডেকার বাসকে বেছে নেয় মন্ত্রণালয়। তারপর কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয় বাসটি সাজানোর কাজ। ডাবল ডেকার বাসের ছাদ কেটে, চ্যাম্পিয়ন দলের ছবির স্টিকার লাগিয়ে প্রায় দেড় দিন পর বুধবার সকালে শেষ হয় বাসটি সাজানোর কাজ। এবার শুধু চ্যাম্পিয়নদের বরণের পালা।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১টা ৫০ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের। এসময় ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সাবিনাদের বরণ করে নেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। এরপর মারিয়ারা ছাদখোলা বাসে উঠে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের উদ্দেশে যাত্রা করবেন।

আরও পড়ুন: কেন ছাদখোলা বাস রেখেও নতুন বাস কাটল মন্ত্রণালয়?

নারী দলের ট্রফি যাত্রার সম্ভাব্য রুট ধরা হয়েছে বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, বিজয় সরণী, তেজগাঁও, কাকরাইল, মতিঝিল ও আরামবাগ হয়ে বাফুফে ভবন। সেখানে সানজিদাদের আরেক দফায় বরণ করা হবে। এরপর নারী দলের সঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন সাফ জয়ের অভিযান নিয়ে আলাপচারিতা করবেন।

এর আগে গত সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জেতে বাংলাদেশ।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!