বাংলাদেশ

ফেনী সোসাইটি ইন কোরিয়ার নতুন কমিটি ঘোষণা

<![CDATA[

দক্ষিণ কোরিয়ায় ফেনী জেলার প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন ‘ফেনী সোসাইটি ইন কোরিয়া’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বার্ষিক নির্বাচনের মাধ্যমে ৩৮ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাইদুল হক মজুমদার আর সাধারণ সম্পাদক মনছুর আজাদ। নতুন কমিটির পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় নবাগতদের সংবর্ধনা দেয়া হয়।

গত বছরের জুনে ‘মানবতার কাজে ঐক্যের সাথে, দেশে প্রবাসে সবার পাশে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে সামাজিক সংগঠন ‘ফেনী সোসাইটি ইন কোরিয়া’। সে সময় মোহাম্মদ মামুনকে সভাপতি ও আবদুল হালিম সোহাগকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এক বছরের কিছু বেশি সময় পর গত রোববার (১৮ সেপ্টেম্বর) নতুন কমিটি ঘোষণা করা হলো। এদিন রাজধানী সিউলের বোম্বে গ্রিল অ্যান্ড রেস্তোরাঁয় নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে  ভোট দেন প্রবাসী ভোটাররা। এরপর বিজয়ীদের নিয়ে আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোরিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক। বিশেষ অথিতি ছিলেন কোরিয়া মুসলিম কমিউনিটির সভাপতি ইব্রাহিম বিন ইদ্রীস ও বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন।

নতুন কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন এম শামসুল আলম। এ ছাড়া উপদেষ্টামণ্ডলীর সদস্য হয়েছেন মাসুদ হোসেন মামুন, ইমাম হোসেন মিঠু, কিম আবদুল্লাহ, নুরুল আফছার, আবুল কাশেম সোহেল, আরিফুল আলম, সবুজ আজম, জহিরুল ইসলাম ও সোহরাব হোসেন।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন: এরশাদ উদ্দিন শিপন (সিনিয়র সহসভাপতি), মোহাম্মদ হানিফ (সহসভাপতি), আবদুল হালিম (সহসভাপতি), মশিউর রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক), খায়ের উদ্দিন (যুগ্ম সাধারণ সম্পাদক), দিদারুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), নজরুল ইসলাম (সহ-সাংগঠনিক সম্পাদক), মেহেদী হাসান জীবন (প্রচার সম্পাদক), মোরশেদ আলম (ধর্মবিষয়ক সম্পাদক), সাজ্জাদ হোসেন চৌধুরী (অর্থ সম্পাদক), সাইফুল ইসলাম সাইফ (বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক), একরাম হোসেন (দফতর সম্পাদক), ফজলুল করিম (সহ-দফতর সম্পাদক), এনামুল হক শিপলু (সমাজকল্যাণ সম্পাদক), সেলিম ওসমান (প্রকাশনাবিষয়ক সম্পাদক), সাইফুল্লাহ খালিদ (শিক্ষাবিষয়ক সম্পাদক), আনোয়ার হোসাইন (সংস্কৃতিবিষয়ক সম্পাদক), সাইফ উদ্দিন মামুন (তথ্য ও গবেষণা সম্পাদক), আবদুল্লাহ মুরাদ (সাহিত্য ও গ্রন্থাগারবিষয়ক সম্পাদক), ইসমাইল হোসেন (ক্রীড়াবিষয়ক সম্পাদক), গিয়াস উদ্দিন (আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক)।

এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন: কামাল হোসেন পলাশ, জাকির হোসেন, ইব্রাহিম খলিল ও ফরিদ উদ্দিন। নতুন কমিটি নিয়ে আবুবক্কর সিদ্দিক সময় সংবাদকে বলেন, ‘সবার উপস্থিতিতে অত্যন্ত সফল ও আনন্দঘন পরিবেশে ফেনী সোসাইটি ইন কোরিয়ার বার্ষিক নির্বাচন হয়েছে। পাশাপশি যারা দক্ষিণ কোরিয়ার ই-৯ থেকে প্রফেশনাল ভিসা ই-৭ অর্জন করেছেন তাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সংগঠনটি বাংলাদেশে যে মানবিক কাজগুলো করেছে, সেগুলোও সত্যিই অনেক প্রশংসনীয়।’

গত বছরের জুনে আত্মপ্রকাশের পর সংগঠনটি বিভিন্ন মানবিক কাজে অংশ নিয়েছে। এর মধ্যে সম্প্রতি ফেনী জেলার সোনাগাজী উপজেলার সুলাখালী গ্রামে স্তন ক্যানসারে আক্রান্ত এক নারীকে লক্ষাধিক টাকা অনুদান প্রদান উল্লেখযোগ্য। এ ছাড়াও বিভিন্ন সামাজিক কাজে অবদান রেখেছে ফেনী সোসাইটি ইন কোরিয়া।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!