পটুয়াখালীতে কালনাগিনি উদ্ধার
<![CDATA[
পটুয়াখালীর কলাপাড়ায় মৃদু বিষধর একটি ‘কালনাগিনি’ উদ্ধার করেছেন অ্যানিমল লাভারস অব পটুয়াখালী সংগঠনের সদস্যরা। সাপটির দৈর্ঘ্য দেড় ফুট।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে এ প্রাণীটিকে উপজেলা প্রাণী কল্যাণ উন্নয়ন কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
অ্যানিমল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা জানান, নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর গ্রামের আল মনজির নামে এক ব্যক্তির বসতবাড়ির জালে লাল-কালো ফোঁটা ফোঁটা বর্ণের সাপটি আটকা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: অজগর ভেবে পুষছিলেন ভয়ঙ্কর বিষধর রাসেলস ভাইপার
উদ্ধারকর্মী রাকায়েত হোসেন জানান, এই সাপ সচরাচর দেখা যায় না। বর্তমানে সাপটির চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বন্যপ্রাণী অভয়ারণ্য ফাতরার বনে সাপটি অবমুক্ত করা হবে।
]]>