সাফজয়ীদের জন্য প্রধানমন্ত্রীর কাছে জমি-ফ্ল্যাট চাইবে বাফুফে
<![CDATA[
ক্রীড়াঙ্গনের যেকোনো সাফল্যে সবসময় উৎসাহ দিয়ে থাকেন ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে নারী ফুটবলারদের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সবার তাই একটাই প্রশ্ন: প্রধানমন্ত্রী কী উপহার দিচ্ছেন।
এ ব্যাপারে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের নারী ফুটবলারদের অনেক বেশি ভালোবাসেন। ব্যক্তিগতভাবে ওদের পাশে রেখে ছবি তোলেন। যখনই আমাদের মেয়েরা বয়সভিত্তিক টিমে ভালো করেছেন, তাদের পুরস্কার দিয়েছেন। এবারও কিছু একটা দেয়ার জন্য গতকালও (বুধবার) মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই প্রধানমন্ত্রীকে বলব। যাতে মেয়েদের জমি বা ফ্ল্যাট কিছু একটা দেন।’
এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়েছে, দেশে ফিরে সাফজয়ী নারী ফুটবলারদের প্রত্যেককে অর্থ পুরস্কার দেবেন যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, সাফজয়ী নারী ফুটবলারদের সবার ঘরের অবস্থা পরিদর্শন করে তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের ঘরের অবস্থা ভালো নয়, যাদের ঘর দরকার, তাদের নতুন ঘর বানিয়ে দেবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ অধিবেশন থেকে ফিরে ফুটবলারদের অর্থ পুরস্কারও দেবেন তিনি।
এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার পরিবারের জন্য ঘর করে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
আরও পড়ুন: সাফজয়ী ফুটবলারদের অর্থ পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
গত ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে বাংলাদেশ। স্মরণীয় এ জয়ে শামসুন্নাহার করেন একটি গোল। আর দুটি গোল করেন কৃষ্ণা রানী সরকার।
এদিকে দেশে ফেরার পর বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলার জয়িতাদের বিমানবন্দরে দেয়া হয় রাজসিক সংবর্ধনা। জবাবে অকুণ্ঠ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানান অধিনায়ক সাবিনা খাতুন। এ ছাড়া তিনি ট্রফিটিও উৎসর্গ করেন দেশবাসীকে। বিমানবন্দর থেকে বেরিয়ে কাঙ্ক্ষিত ছাদখোলা বাসে বিজয় উল্লাসে মেতে ওঠেন তারা।
এদিকে সাফজয়ী নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। সাবিনাদের এমন সাফল্যের পর বিভিন্ন মাধ্যম থেকে পুরস্কৃত করা হচ্ছে তাদের। এর বাইরেও ব্যক্তিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনেক কর্মকর্তা আর্থিকভাবে পুরস্কৃত করেছেন নারী দলকে। বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী ৫০ লাখ এবং সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ঘোষণা করেছেন আরও ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার।
]]>




