বাংলাদেশ

নারী দলকে সংবর্ধনা দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

<![CDATA[

নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন।

২০০৩ সালে পুরুষদের সাফ জয়ের পর ফুটবলে বড় সাফল্যের দেখা পায়নি বাংলাদেশ। আরেকটি সাফল্যের জন্য অপেক্ষা করতে হলো দীর্ঘ ১৯ বছর। সাফ চ্যাম্পিয়নশিপের পর এবার লক্ষ্য আরও ওপরে। পুরো এশিয়াতে দাপট দেখাতে চান বাংলাদেশের নারী দল। মেয়েদের ফুটবলকে এগিয়ে নিতে নতুন পরিকল্পনা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। এদিকে মেয়েরা আস্থার প্রতিদান দেয়ায় খুশি কোচ গোলাম রব্বানি ছোটন।

আরও পড়ুন: পাকিস্তানে খেলার প্রস্তাব পেলেন সাবিনা খাতুন 

নেপালের দশরথ রঙ্গশালা ফুটবলের রংয়ে মাতিয়ে এখন ঢাকায় বাংলার স্বর্ণকন্যারা। একটা শিরোপা পুরো জাতিকে গেঁথেছে এক সুতোয়। সানজিদাদের ছাদখোলা বাসে বিজয় উৎসবের জোয়ারে ভেসেছে পুরো দেশ। বিমানবন্দর থেকে সে জনস্রোত ছড়িয়ে পড়ে মতিঝিলের বাফুফে ভবনে। রাজসিক সংবর্ধনার পর ফুটবল ফেডারেশনে পা রাখার পর সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন ফুটবল যোদ্ধারা।

এদিকে দেশে ফিরে সাফজয়ী নারী ফুটবলারদের প্রত্যেককে অর্থ পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, সাফজয়ী নারী ফুটবলারদের সবার ঘরের অবস্থা পরিদর্শন করে তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের ঘরের অবস্থা ভালো নয়, যাদের ঘর দরকার, তাদের নতুন ঘর বানিয়ে দেবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ অধিবেশন থেকে ফিরে ফুটবলারদের অর্থ পুরস্কারও দেবেন তিনি।

আরও পড়ুন: সাফজয়ী ফুটবলারদের অর্থ পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী  

এদিকে সাফজয়ী নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। সাবিনাদের এমন সাফল্যের পর বিভিন্ন মাধ্যম থেকে পুরস্কৃত করা হচ্ছে তাদের। এর বাইরেও ব্যক্তিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনেক কর্মকর্তা আর্থিকভাবে পুরস্কৃত করেছেন নারী দলকে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী ৫০ লাখ এবং সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ঘোষণা করেছেন আরও ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!