বিনোদন

উখিয়ার গহীন বনে অস্ত্র-ড্রেজার মেশিন উদ্ধার

<![CDATA[

কক্সবাজারের উখিয়ায় গহিন বনে ২টি দেশিয় বন্দুক, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি পাওয়া গেছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে বালু উত্তোলনের ৩টি ড্রেজার মেশিন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪ টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা অভিযানে উখিয়ার থাইংখালীর তেলখোলার গহীন বন থেকে এসব উদ্ধার করা হয়।

 

উখিয়া উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব, উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী ও উখিয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম। তবে, অভিযান টের পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে উখিয়ার থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী।

 

আরও পড়ুন: বরিশালে আগ্নেয়াস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার

 

তিনি বলেন, তেলখোলা এলাকার চাঁদের খোলার গহীন বনে একটি ঝুপড়ি ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

 

শেখ মোহাম্মদ আলী আরও জানান, একই সঙ্গে অবৈধভাবে বালি উত্তোলনের কাজে ব্যবহৃত ৩ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। তবে এ ঘটনায় মামলা হয়েছে।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!