মাদারীপুরে শিক্ষার্থীকে যৌন হয়রানীর ঘটনায় তদন্ত কমিটি গঠন
<![CDATA[
মাদারীপুরের ডাসারে সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের শিক্ষার্থীকে যৌন হয়রানীর ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার(২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জাকিয়া সুলতানা। কলেজের সংস্কৃত বিভাগের প্রধান সন্ধ্যা রানী দাসকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ঘটনা তদন্ত করে কমিটিকে অধ্যক্ষের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
২৪ জুলাই বেগম রোকেয়া ছাত্রীনিবাসে থেকে দ্বাদশ শ্রেণির ওই শিক্ষার্থীকে একা প্রাইভেট পড়ানোর কথা বলে ডেকে আনে হিসাববিজ্ঞানের প্রভাষক আবদুস সামাদ তালুকদার। পরে কলেজের ২০৪ নাম্বার রুমের ভেতর যৌন হয়রানী করে বলে অভিযোগ নির্যাতিতার। বিষয়টি কলেজের অধ্যক্ষ বরাবর বিচার চেয়ে লিখিত দেয় ওই শিক্ষার্থী। ঘটনার দেড়মাসেও বিচার না পাওয়ায় হোস্টেল ছেড়ে বাড়ি চলে যায় নির্যাতিতা।
আরও পড়ুন: কলেজের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
২০১৩ সালের জুনে হিসাববিজ্ঞানের প্রভাষক হিসেবে কলেজটি যোগদান করেন আবদুস সামাদ তালুকদার। এর আগেও এমন অপকর্মের কারণে সাময়িক বহিষ্কৃত হন অভিযুক্ত শিক্ষক।
মাদারীপুরে প্রত্যন্ত এলাকা ডাসার উপজেলার দক্ষিণ ডাসারে অবস্থিত সরকারি শেখ হাসিনা একাডেমি এ্যান্ড উইমেন্স কলেজে ৩ হাজারের বেশি শিক্ষার্থী লেখাপড়া করে। এর মধ্যে বিভিন্ন জেলার ৮শ’ শিক্ষার্থীরা পড়ালেখার সুবাদে আবাসিক হোস্টেলে থাকে।
]]>




