নির্বাচনে আসুন, জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করুন: শাহজাহান খান
<![CDATA[
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে বিএনপি জামাত শিবিরের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শুধু আগামী জাতীয় নির্বাচনে নয় বার বার আওয়ামীলীগকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি ।
বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগন্জ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
এ সময় শাহজাহান খান বলেন, আন্দোলনের নামে বিএনপির জ্বালাও পোড়াও ও মানুষ পুড়ে মারা,আওয়ামীলীগের নেতা কর্মীদের হত্যা ও পুলিশকে মেরে ফেলার ঘটনা বাংলার মানুষ ভুলে যায়নি ভুলবে না। তিনি বিএনপি ও জামাত শিবিরের সমালোচনা করে বলেন, নির্বাচনে আসুন জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করুন তাতে আওয়ামীলীগ বাধা দিবে না।
কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক,কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য হোসনেয়ারা লুৎফা ডালিয়া।
আরও পড়ুন: বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়: শাহজাহান খান
সমাবেশে বক্তৃতা করেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগ সভাপতি মোতাহার হোসেন এমপি,জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান,কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এ্যাড ছফুরা বেগম রুমীসহ আরও অনেকে।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে রাত ৯টায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মিজানুর রহমান মিজুকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
]]>