রাশিয়াকে অস্ত্র দেয়ার অভিযোগ অস্বীকার উত্তর কোরিয়ার
<![CDATA[
রাশিয়ার কাছে অতীতেও কোনো অস্ত্র বিক্রি করা হয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে উত্তর কোরিয়া। একইসঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে বলেছে দেশটি। এর আগে বাইডেন প্রশাসনের এমন দাবি অস্বীকার করে রাশিয়া।
সম্প্রতি মার্কিন গোয়েন্দারা দাবি করে, চলমান ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে কয়েক লাখ রকেট ও কামানের গোলা কিনতে প্রস্তুতি শুরু করেছে রাশিয়া। পুরনো অস্ত্রের পাশাপাশি নিজেদের অন্যতম মিত্র রাশিয়ার কাছে নতুন অস্ত্রও বিক্রি করবে কিম প্রশাসন যা দাবি করে যুক্তরাষ্ট্র। এরপর বিষয়টি নিয়ে বিশ্বজুড়েই শুরু হয় আলোচনা। তবে, বাইডেন প্রশাসনের এমন দাবি সরাসরি অস্বীকার করে ক্রেমলিন।
এবার পশ্চিমাদের সেই দাবিকে নাকচ করলো উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা দফতরের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, পিয়ংইয়ং কখনোই মস্কোর কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রি করেনি। এমনকি আগামীতেও এ ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: অপ্রত্যাশিত বন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের
যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের দাবিকে গুজব আখ্যা দিয়ে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতে হুঁশিয়ারিও দিয়েছে পিয়ংইয়ং।
রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির কথা অস্বীকার করলেও বিশ্বের বিভিন্ন দেশের কাছেই অস্ত্র রফতানি করে উত্তর কোরিয়া। সিরিয়ার গৃহযুদ্ধে আসাদ বাহিনী ও ইরানের কাছে বিপুল অস্ত্র ও গোলাবারুদ বিক্রি করেছে উত্তর কোরিয়া। এমনকি মিয়ানমারের কাছে রাসায়নিক অস্ত্রসহ, রকেট লঞ্চার ও ব্যালিস্টিক মিসাইলের বিভিন্ন উপকরণ বিক্রির অভিযোগ রয়েছে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে।
]]>