সাফজয়ীদের চুরি যাওয়া অর্থ দিল বাফুফে
<![CDATA[
নেপাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফেরার পর বাংলাদেশের নারী ফুটবলারদের লাগেজ থেকে ডলার চুরির ঘটনা ঘটে। এ নিয়ে গত কয়েক দিনে আলোচনা-সমালোচনা কম হয়নি। আলোচনা-সমালোচনার মধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে সাবিনাদের সেই অর্থ দেয়া হয়েছে।
চুরি যাওয়া অর্থের সন্ধান পাওয়া না গেলে তা ফেডারেশনের পক্ষ থেকেই দেয়া হবে বলে আগেই জানিয়েছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অবশেষে সাবিনারা সেই অর্থ হাতে পেলেন।
আরও পড়ুন: আগামী আসরে আর বাছাইপর্ব খেলতে চান না সাবিনা-সুলতানারা
দেশে ফিরে সংবর্ধনা শেষে ফুটবলাররা যখন লাগেজ হাতে পান, তখন ডলার চুরির বিষয়টি নজরে আসে। সাফজয়ী দলের দুই সদস্য কৃষ্ণা রানি সরকার ও শামসুন্নাহার সিনিয়রের লাগেজ ভেঙে ডলার ও টাকা চুরি হয়, খোয়া যায় দুজনের ১৩০০ ডলার। এ ছাড়া দলের অন্যান্য সদস্যের লাগেজও পাওয়া যায় ভাঙা অবস্থায়।
এ ঘটনার পর বাফুফের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিভিল এভিয়েশনকে আনুষ্ঠানিক চিঠি দেয়ার কথা জানান কিরণ। এ ছাড়া মতিঝিল থানা ও এয়ারপোর্ট থানায়ও সাধারণ ডায়েরি করা হয়।
অনুসন্ধান শেষে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, নারী খেলোয়াড়দের নেপাল থেকে বাংলাদেশ বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল মেনে আনা হয়েছে। এখানে এমন কোনো ঘটনা (চুরি) ঘটতে পারে না।
আরও পড়ুন: থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লাগেজগুলো বুঝে নেয়ার সময় লাগেজ থেকে কোনো কিছু খোয়া যাওয়ার বিষয়ে তখন কেউ কোনো অভিযোগ করেনি। এ ছাড়া বৃহস্পতিবার এয়ারপোর্টের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে লাগেজে চুরির বিষয়ে তোলা অভিযোগের সত্যতাও পাওয়া যায়নি।
]]>