ছাত্রলীগ নেতা হত্যায় অভিযুক্ত আ.লীগ নেতাকে বহিষ্কারের নির্দেশ
<![CDATA[
নাটোরের নলডাঙ্গায় জামিউল আলীম জীবন হত্যায় অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে জেলা আওয়ামী লীগ। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিহত জীবনের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
নলডাঙ্গা উপজেলার আমতলি উচ্চ বিদ্যালয় মাঠে জীবনের জানাজার আগে বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান অভিযুক্ত উপজেলা চেয়ারম্যানকে দলের সদস্যপদ থেকে বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগকে নির্দেশ দেন।
জানাজায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ফেসবুক লাইভে নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের অনিয়ম নিয়ে বলায় গত ১৯ সেপ্টেম্বর জীবন ও তার বাবা ফরহাদ হোসেনকে মারধর করেন চেয়ারম্যান আসাদ ও তার সহযোগীরা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান জীবন।
আরও পড়ুন: জীবন হত্যাকাণ্ড: নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ
এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ আসাদের ছোট ভাই আলীম আল রাজি শাহকে গ্রেফতার করলেও অপর দুই অভিযুক্ত পলাতক।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, অভিযুক্ত আসাদকে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কারের নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগ তার বাহিষ্কারাদেশ জেলা কমিটিতে পাঠালে তারা কেন্দ্রে পাঠাবেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, অপর দুই অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চলছে।
]]>




