Feni (ফেনী)ফেনী
ফেনীতে মীনা দিবসে র্যালী, গল্প বলার আসর ও পুরস্কার বিতরণ
ফেনী | তারিখঃ September 24th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 295 বার
শহর প্রতিনিধি->>
ফেনীতে যথাযত মর্যদায় মীনা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে ফেনী পাইলট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় হল প্রঙ্গনে শোভাযাত্রা, গল্প বলার আসর, আলোচনা ও পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সদর উপজেলা শিক্ষা অফিসার এর উদ্যোগে মীনা দিবসের কর্মসূচীতে অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম।
অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাগন, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।




