বিনোদন

অক্টোবরে মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিল নির্বাচনের তফসিল: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

<![CDATA[

আগামী মাসে (অক্টোবর) মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা আশা করছি, আগামী মাসেই তফসিল ঘোষণা করা হবে।

মন্ত্রী আরও বলেন, সারা দেশে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা এইমধ্যেই প্রকাশ করা হয়েছে। এ তালিকায় কোনো অমুক্তিযোদ্ধার নাম থাকলে আর তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দিলে তা তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণে নিম্নমানের নির্মাণ সামগ্রী, ক্ষুব্ধ সংসদীয় কমিটি

তালিকা প্রকাশের পর মুক্তিযোদ্ধারা তাদের পরিচয়পত্র পেতে শুরু করেছেন বলেও জানান তিনি।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেনসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!