খেলা

নিজেই ‘গলা চিপা’ অবস্থায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স!

<![CDATA[

সংস্কারের অভাবে বেহাল দশা পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। বিকল্প জায়গা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা কার্যক্রম। এতে চিকিৎসা নিতে এসে চরম দুর্ভোগের শিকার রোগী ও স্বজনরা।

ছাদের পলেস্তারা খসে কখনো ফেটেছে রোগীর মাথা। আবার কখনো আহত হয়েছে খোদ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। তবুও ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। এমন করুণ অবস্থা পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৫০ শয্যার হাসপাতালের।

 

বিকল্প জায়গা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসা নিতে এসে দুর্ভোগের শেষ নেই রোগীদের। বৃষ্টি এলেই ছাদ দিয়ে পানি পড়ে মেঝেতে। ভিজে যায় রোগীদের বেড ও হাসপাতালের আসবাবপত্র। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগও। এ অবস্থায় হাসপাতালের নতুন ভবন নির্মাণের দাবি রোগী, নার্সসহ চিকিৎসকদেরও। তারা বলেন, এ ভবনের অবস্থা খুব খারাপ। যে কোনো সময় খারাপ পরিস্থিতি হতে পারে।

 

অবশ্য শিগগিরই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়ার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য এস.এম. শাহজাদা সাজু। তিনি বলেন, আমরা প্রকল্প প্রণয়নের জন্যে ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করি বাস্তবায়ন হলে দ্রুত নতুন ভবন নির্মাণ করা সম্ভব হবে।

 

১৯৬৮ সালে নির্মিত ৩১ বেডের হাসপাতালটি ২০০৫ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এটি পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার ছয় লাখ মানুষের সেবার ভরসাস্থল।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!