ফেনী পাইলট-জি এ একাডেমী স্কুলের ছাত্রদের মারামারি
শহর প্রতিনিধি :
ফেনী সরকারি পাইলট স্কুলে গতকাল রবিবার এসএসসি পরীক্ষা দিতে এসে মারামারিতে জড়িয়ে পড়েছে দুই স্কুলের কয়েকজন ছাত্র। এদের মধ্যে নাঈম হোসেন ও মিনহাজুল ইসলাম নামে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ববিরোধের জেরে রবিবার ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ফেনী জিএ একাডেমী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করে। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী নাঈম হোসেন (১৬) ও মিনহাজুল ইসলাম (১৮) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তি দুই কিশোর বর্তমানে শংকামুক্ত। তাদের পর্যবেক্ষনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন জানান, দুই পক্ষের মারামারির খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ দেয়নি। তারপরও ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এদিকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম এক বিবৃতিতে জানান, “এসএসসি/২০২২ এর সকল ছাত্র ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আসন্ন এসএসসি/২০২২ পরীক্ষা চলাকালিন সময় দেখা যাচ্ছে যে পরিক্ষা শেষে ছাত্ররা বিভিন্ন স্কুলের কিশোর গ্যাং দ্বারা যে সকল অপরাধ সংগঠিত করছে তা অপ্রত্যাশিত ও শৃঙ্খলা বিরোধী। তাই সকল অভিভাকদের অনুরোধ করা যাচ্ছে। আপনারা আপনাদের সন্তানকে পরিক্ষা কেন্দ্রে নিজে নিয়ে আসবেন ও পরিক্ষা শেষে নিজে নিয়ে যাবেন। যদি কোন ছাত্র কোন প্রকার অপরাধে জডিয়ে পড়ে তার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ নিবেনা। এজন্য দেশের আইন অনুযায়ী পুলিশ তার যথাযথ ব্যবস্থা গ্রহন করবে। [বি:দ্র: পরিক্ষা চলাকালীন সময় অভিভাবকগন গেইটের বাহিরে অবস্থান করবেন, ছাত্র বাহিরে আসার পর নিয়ে যাবেন]”