বিনোদন
এক বোয়ালের দাম ২৭ হাজার টাকা
<![CDATA[
রাজবাড়ীর গোয়ালন্দে মোহাম্মদ নামে এক জেলের জালে ১৩ কেজি ওজনের একটি বিশাল আকারের বোয়াল মাছ ধরা পড়েছে। এই মাছটি বিক্রি হয়েছে ২৭ হাজার টাকায়।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে পদ্মা নদীর ধোপাগাথিতে এলাকায় মোহম্মদ আলীর জালে ধরা পড়ে মাছটি।
জেলে মোহাম্মদ হালদার জানান, সোমবার ভোরের দিকে পদ্মা নদীতে এসে জাল ফেলার আনুমানিক এক ঘণ্টা পরে জালে টান লাগে। এ সময় জাল তুলে দেখতে পান বড় একটি বোয়াল মাছ ধরা পড়েছে।
আরও পড়ুন: এক ইলিশের দাম ৮ হাজার টাকা
পরে এটি দৌলতদিয়া লঞ্চঘাটে আনা হয়। এ সময় ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান ২ হাজার ১০০ টাকা দরে মোট ২৭ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী শাজাহান বলেন, মাছটি সরাসরি জেলের কাছ থেকে কিনে কেজি প্রতি ৫০ টাকা লাভে গোপালগঞ্জের আরেক ব্যক্তির কাছে বিক্রি করেছি। এখন প্রায় বড় বড় মাছ ধরা পড়েছে জেলেদের জালে।
]]>




