বাংলাদেশ

আ স ম হান্নান শাহের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ফখরুলের শ্রদ্ধা

<![CDATA[

আ স ম হান্নান শাহের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে মির্জা ফখরুল একথা জানান।

বাণীতে তিনি বলেন, দেশ ও জাতির প্রতিটি প্রয়োজনের মুহূর্তে হান্নান শাহ অসম সাহস ও দেশপ্রেমে দীপ্ত হয়ে রুখে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। আজীবন তিনি যোদ্ধা সেনানায়কের ভূমিকাই পালন করে গেছেন।

তিনি আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে কতিপয় বিপথগামী সৈনিক নৃশংসভাবে হত্যার পর তৎকালীন সামরিক অফিসার আ স ম হান্নান শাহ তার মরদেহ রাঙ্গুনিয়া থেকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসতে যে সাহসী ভূমিকা পালন করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

আরও পড়ুন: বিএনপিকে বলেছিলেন সুরঞ্জিৎ-সংসদে আপনাদের খুঁজতে দূরবীন লাগবে

বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় জীবনে বর্তমান ক্রান্তির সময়ে তাকে যখন খুবই প্রয়োজন ছিল, তখন তিনি আমাদের মাঝে নেই। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই কেবল ক্ষতিগ্রস্ত হয়নি, দেশ হারিয়েছে জাতীয় স্বার্থরক্ষার এক দেশপ্রেমিক অধিনায়ককে, জাতি হারিয়েছে তার এক সাহসী সন্তানকে। এ ক্ষতি সহজে পূরণ হবার নয়।’

বাণীতে আরও উল্লেখে করা হয়, ‘স্বৈরাচার বিরোধী ৯০’র গণঅভ্যূত্থানের একজন অগ্রবর্তী সংগঠক, দেশনেত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য, ফখরুদ্দিন-মঈনুদ্দিনের অবৈধ সরকারবিরোধী সংগ্রাম সূচনাকারী একজন বলিষ্ঠ কণ্ঠ এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য হিসেবে মরহুম হান্নান শাহ অনেক স্মৃতির সঙ্গে জড়িয়ে আছেন।’

স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকা ও অবদান ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে জানিয়ে মির্জা ফখরুল হান্নান শাহর মৃত্যুশোককে শক্তিতে পরিণত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।  

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!