বিনোদন
সাংবাদিক রণেশ মৈত্র’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
<![CDATA[
ভাষা সংগ্রামী, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, আজীবন সংগ্রামী এ গুণী সাংবাদিক তার স্বীয় কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন।
আরও পড়ুন: মুকুল বোসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী রণেশ মৈত্র’র আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রণেশ মৈত্র (৯০)। স্ত্রী পূরবী মৈত্র, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন রণেশ মৈত্র।
]]>