প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি
<![CDATA[
ইতালির সাধারণ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে দেশটির কট্টর ডানপন্থি জোট। শুধু তাই নয়, ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জোট নেত্রী জর্জিয়া মেলোনি। নতুন সরকার নিয়ে দেশটির জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
সদ্যসমাপ্ত ইতালির পার্লামেন্টে নির্বাচনে কট্টর ডানপন্থি জোটের জয় অনেকটাই সুনিশ্চিত। এরই মধ্যে নিজেদের বিজয়ী দাবি করে সরকার গঠনের ঘোষণাও দিয়ে ফেলেছেন জোট নেত্রী জর্জিয়া মেলোনি।
তবে এবারের নির্বাচনে হতাশ করেছে প্রবাসী বাংলাদেশিদের পছন্দের দল ডেমোক্রেটিক পার্টি নেতৃত্বাধীন মধ্য বামপন্থি জোট। জোটগতভাবে, যেভাবে ডানপন্থিদের বাক্সে পড়েছে ৪৪ শতাংশেরও বেশি ভোট, সেখানে বামপন্থিরা পেয়েছেন ২৬ শতাংশ জনসমর্থন। ডানপন্থিদের এমন উত্থানে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
অনেকেই মনে করছেন, অভিবাসনবিরোধী হিসেবে পরিচিতি থাকলেও বৈধ অভিবাসীদের স্বার্থে কাজ করবে নতুন সরকার।
একজন প্রবাসী বাংলাদেশি বলেন, ডানপন্থি ক্ষমতায় আসায় আমরা প্রবাসীরা একটু চিন্তিত। কিন্তু জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছেন। এতে আমরা আশাবাদী যে তারা জনগণের জন্য কাজ করবেন। আরেক প্রবাসী বলেন, আমরা যদি সরকারের আইন সঠিকভাবে মেনে চলি তবে আমাদের ভয় পাওয়ার কিছু নেই।
আরও পড়ুন: ইতালির নির্বাচন: বুথফেরত জরিপে ডানপন্থিদের জয়
আরেকজন বলেন, যেই ক্ষমতায় আসুক না কেন, আমরা প্রবাসীরা চাই তারা যেন বাংলাদেশিদের কল্যাণে কাজ করে।
বিশ্লেষকরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় ইতালীয়দের সুরক্ষার প্রচারণাই এবারের নির্বাচনে ডানপন্থিদের জয়ে বড় ভূমিকা রেখেছে। তবে, জোটের অন্য শরীকরা নির্বাচনে খুব একটা ভালো ফল না করায়, ভবিষ্যতে জোট সরকারের স্থিতিশীলতা নিয়েও সংশয় প্রকাশ করেন অনেকে।
আরও পড়ুন: অভিবাসী ইস্যুতে ইতালীয়দের যে নসিহত দিলেন পোপ
ইতালির রাজনৈতিক বিশ্লেষক ডেভিড অ্যাঞ্জেলুচ্চি বলেন, জোট শরিকরা ১০ শতাংশের নিচে জনসমর্থন পাওয়ার অর্থ হলো, ভবিষ্যতে কেবল জোটের মধ্যে নয়, বিভিন্ন দলের মধ্যেও মতবিরোধ দেখা দেবে। এতে করে হুমকির মুখে পড়বে ভবিষ্যৎ জোট সরকারের স্থিতিশীলতা।
শুধু তাই নয়, আগামী দিনে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়নেও ইতালির ডানপন্থি সরকার বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও মত সংশ্লিষ্টদের।
]]>




