পরকীয়া, স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ
<![CDATA[
জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়ার জেরে স্বামীর নির্যাতনে সীমা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সীমার পরিবারের অভিযোগ মৃতের স্বামী ও জা’য়ের মধ্যে পরকীয়া সম্পর্ক নিয়ে প্রতিবাদ করে সীমা। এতে ক্ষিপ্ত স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়।
নিহত গৃহবধূ সীমা আক্তার ডোয়াইল গ্রামের মুদি দোকানদার জুয়েল রানার স্ত্রী। নিহতের ৪ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহত গৃহবধূর স্বজনরা জানান, সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জুয়েল ও তার পরিবারের লোকজন সীমাকে বেধড়ক মারপিট করে। মারপিটে গৃহবধূ সীমা মারাত্মক আহত হলে তাকে পাশ্ববর্তী টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে প্রকৃত ঘটনা আড়াল করতে প্রচারণা চালানো হয় যে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
এদিকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে কেন্দুয়া বাজার এলাকায় নিহতের পরিবার মরদেহ দেখতে চাইলে স্বামী জুয়েল আপত্তি করে। পরে পরিবারের লোকজন বিষয়টি সরিষাবাড়ি থানার পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: নির্যাতনে-হত্যার-অভিযোগ-পুলিশ-বলছে-আত্মহত্যা
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ মহব্বত কবীর জানান, স্বামী ও তার পরিবারের লোকদের নির্যাতনে গৃহবধূ সীমার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং পরিবারের পক্ষ থেকে মামলা করলে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
]]>