পরশুরামে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা
পরশুরাম | তারিখঃ September 27th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 39 বার
পরশুরাম প্রতিনিধি->>
পরশুরামে বিশ্ব পর্যটন দিবসে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। “পর্যটনে নতুন ভাবনা “এই প্রতিপাদ্য বিষয়ে মঙ্গলবার কৃষি প্রশিক্ষণ সেন্টারে আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন পরশুরাম উপজেলা (ভূমি) কমিশনার আরাফাত সিদ্দিক।
সভায় অতিথি ছিলেন পরশুরাম উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, কৃষি সম্প্রসারণ অফিসার খোরশেদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন, ফেনী জেলা সমাজ তান্ত্রিক দল জাসদ নেতা মোশাররফ হোসেন মশা।
সভায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের ন্যায় পরশুরাম উপজেলা পর্যটন শিল্প উন্নয়ন প্রতি অতিথি বৃন্দ আহ্বান জানান। যেখানে পর্যটন শিল্প উন্নত সেখানে মানুষের শিক্ষার মান ও জীবন যাত্রার মানও উন্নত বলে দাবি করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিক বলেন, পর্যটন ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতা কে বিশ্ব ব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসটির লক্ষ্যে।
আইসিটি কর্মকর্তা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের সঞ্চালনায়েআলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জাতিসংঘের (ইউএন ডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।




