৩০ দফা দাবিতে উপাচার্যের কাছে ঢাবি ছাত্রলীগের স্মারকলিপি
<![CDATA[
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন করাসহ ৩০ দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাবি ছাত্রলীগ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে এ স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা দাবি হলো আবাসিক হলগুলোর ক্যান্টিনে ভর্তুকি ও রেশনিংয়ের মাধ্যমে স্বল্পমূল্যে মানসম্মত পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা, প্রতিটি হলে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা, অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বাস ও ট্রিপসংখ্যা বৃদ্ধি করা, যাবতীয় প্রশাসনিক ও দাফতরিক কর্মকাণ্ডে অটোমেশন ও মোবাইল ব্যাংকিংয়ে ব্যবস্থা করা।
ঢাবি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে আবাসন সংকটের স্থায়ী সমাধান করা, বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মকাণ্ড বিস্তৃতকরণে প্রয়োজনীয় প্রশাসনিক, অবকাঠামোগত ও অর্থনৈতিক সহায়তা বৃদ্ধি করা, এ ছাড়া শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য স্বয়ংসম্পূর্ণ চিকিৎসাকেন্দ্র নির্মাণ ও সুলভে প্রয়োজনীয় ওষুধপ্রাপ্তির লক্ষ্যে ফার্মেসি চালুর দাবি জানানো হয়।
আরও পড়ুন: ছাত্রদলকে সাধারণ জনতা ধোলাই দিয়েছে: ঢাবি ছাত্রলীগ সভাপতি
এ ছাড়া দাবিগুলোর মধ্যে রয়েছে— পরীক্ষার ফলাফল নিয়ে সৃষ্ট জটিলতা শূন্যে নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, ক্যাম্পাসের সর্বত্র উচ্চগতির ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা, চতুর্থ শিল্পবিপ্লব সফল করতে একাধিক বিশেষায়িত ল্যাব যেমন- রোবটিকস ল্যাব, কৃত্রিম বুদি্ধমত্তার ল্যাব, অ্যাডভান্সড কম্পিউটিং ল্যাব, ডিএলএসআই ল্যাব স্থাপন।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিট্যান্ট ও টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার নীতিমালা তৈরি, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, ২৪ ঘণ্টা কেন্দ্রীয় লাইব্রেরির কার্যক্রম চালু রাখা, মেয়েদের হলে প্রবেশের সময়সীমা বৃদ্ধি ও মেট্রোরেলে ‘ঢাবি শিক্ষার্থী পাস’ চালু করার দাবি জানানো হয়।
]]>




