শেখ হাসিনাকে জন্মদিনে মোদির শুভেচ্ছা
<![CDATA[
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৮ সেপ্টেম্বর) নরেন্দ্র মোদি এ শুভেচ্ছা জানান।
বুধবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টে শুভেচ্ছা বার্তার একটি ছবিও প্রকাশ করা হয়েছে।
বার্তায় জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।
এছাড়া জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল ও মিষ্টি উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা হিসেবে বুধবার সন্ধ্যায় কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে পৌঁছে দেন মমতার ব্যক্তিগত কর্মকর্তারা।
জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ভারতের ইংরেজি ভাষার সাপ্তাহিক ম্যাগাজিন ইন্ডিয়া টুডে। বুধবার প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে নাতিদীর্ঘ এক নিবন্ধে শুভেচ্ছা জানায় ম্যাগাজিনটি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ইন্ডিয়া টুডের শুভেচ্ছা
‘শেখ হাসিনা: দ্য স্টিডি হ্যান্ডস স্টিয়ারিং সাউথ এশিয়া’স ইয়ংগেস্ট ন্যাশন আমিস্ট গ্লোবাল টারবুলেন্স’ শীর্ষক নিবন্ধে শেখ হাসিনাকে শুভেচ্ছার পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরা হয়েছে।
নিবন্ধে বলা হয়েছে, করোনা মহামারি ও সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব যখন রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক সংকটে, তখনও শক্ত হাতে হাল ধরে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশকে একটি ‘উন্নত রাষ্ট্র’ হিসেবে গড়ে তুলতে তার চেষ্টা ও প্রত্যয় বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে।
ইন্ডিয়া টুডে বলেছে, শেখ হাসিনা এমন একজন রাষ্ট্রনায়ক যিনি তার দেশকে একটা ‘উন্নত রাষ্ট্র’ হিসেবে দেখতে চান। সেই লক্ষ্য পূরণে তার অবিচল প্রতিশ্রুতি আর নিরলস পরিশ্রমের ওপর ভর করে বাংলাদেশ শত বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ফুল ও মিষ্টি উপহার মমতার
প্রসঙ্গত, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ কন্যা।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী এই নেত্রী ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
]]>




