সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করতে সব রকমের প্রস্তুতি আছে: নওফেল
<![CDATA[
সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করতে সব রকমের প্রস্তুতি আছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুর্গাপূজা উপলক্ষে অনুদান প্রদান ও শারদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় শিক্ষা উপমন্ত্রী দুর্গাপূজা সামনে রেখে সাম্প্রদায়িক গোষ্ঠীকে হুঁশিয়ার করে বলেন, ‘পূজামণ্ডপে কেউ ইট মারলে তাকে অবশ্যই পাটকেল খেতে হবে। এমনকি লাঠি দিয়ে গণধোলাইও দেয়া হবে। সুতরাং সাবধান হয়ে যান। সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করতে আমাদের সব রকমের প্রস্তুতি আছে।’
মহিবুল হাসান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্প্রীতির পরিবেশ তৈরি করেছেন, তা নষ্ট করার নানা চেষ্টা করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মীয় পবিত্র অনুষ্ঠানগুলোতে দাঙ্গা-ফ্যাসাদ করার অপচেষ্টা করে চিহ্নিত অপশক্তি। ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগসহ সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। আমরা চাইলে এদের নিশ্চিহ্ন করতে পারি। কিন্তু আমরা নিশ্চিহ্ন করার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি।’
আরও পড়ুন: সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে হবে: তথ্যমন্ত্রী
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সামনে নির্বাচন। সাম্প্রদায়িক অপশক্তির জন্য এবারের দুর্গাপূজা হবে একটা বড় টেস্ট কেস। তারা নানাভাবে নানা কিছু করার চেষ্টা করবে, কিন্তু তারা সফল হবে না। তারা অপপ্রচার চালানোর চেষ্টা করবে। এরা কিন্তু পরিকল্পনা করছে। ধ্বংসাত্মক কিছু করার আশঙ্কা আছে। সবার চোখ-কান খোলা রাখতে হবে। শহরের মধ্যেও ঘটনা-দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করবে। সব নেতাকে সঙ্গে নিয়ে একটা কুইক রেসপন্স টিম গঠন করা দরকার।
অনুষ্ঠানে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৯ আসনের অধীন ১৩০টি পূজামণ্ডপে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে উপমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা করে মোট ১৩ লাখ টাকা অনুদান দেয়া হয়।
]]>




