সোনাগাজীতে কমিটিতে পদ পেতে মেয়েকে মাদ্রাসায় ও বিদ্যালয়ে ভর্তি!
সোনাগাজী | তারিখঃ September 29th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 336 বার
সোনাগাজী প্রতিনিধি->>
সোনাগাজী উপজেলার দক্ষিণ পূর্ব চর চান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটির পদ ধরে রাখতে মেয়েকে একই সঙ্গে মাদ্রাসায় ও বিদ্যালয়ে ভর্তি করেছেন এক বাবা।
বুধবার এ ব্যাপারে বিদ্যালয়ের সহসভাপতি সালাহ উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ করেন। বৃহস্পতিবার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম অভিযোগের তদন্ত করে সত্যতা পান বলে জানান।
সোনাগাজীর দক্ষিণ পূর্ব চর চান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হাসান তার মেয়েকে একই বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ও আল-জামেয়াতুল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করেন। বিদ্যালয়ের হাজিরা খাতায় সেপ্টেম্বর মাসে প্রতি সপ্তাহে দু দিন উপস্থিতি দেখানো হয়েছে। মাদ্রাসায় নিয়মিত হাজিরা রয়েছে।
দক্ষিণ পূর্ব চর চান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি সালাহ উদ্দিন বলেন, ওই ছাত্রী মূলত মাদ্রাসায় নিয়মিত। তার বাবা নাজমুল হাসান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে আবার প্রার্থী হতে বিদ্যালয়ে তাকে ভর্তি দেখিয়েছেন। তবে সে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করে না।
এ ব্যাপারে নাজমুল ইসলাম বলেন, করোনার সময়ে সব বিদ্যালয় বন্ধ থাকায় মেয়েকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি। বিদ্যালয়ে ও তার ভর্তি রয়েছে ও সপ্তাহে ২/১ দিন ক্লাস করে।
দক্ষিণ পূর্ব চর চান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাথ চন্দ্র দাস বলেন, করোনায় বন্ধের পর স্কুল চালু হলে স্বাভাবিকভাবে সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়। তবে নিয়মিত ক্লাস করে না। মাদ্রাসায় ভর্তি থাকার কথা জানি না।
সোনাগাজী উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি জানেন না। তবে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক তিন দিনের মধ্যে শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দেবেন।




