বিনোদন

হোম ভেন্যুর সর্বাত্মক সুবিধা নিতে চায় বাংলাদেশ

<![CDATA[

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির সাক্ষী হতে যাচ্ছে সিলেট। ইতোমধ্যে টুর্নামেন্টের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। শেষ মুহূর্তে ঘাম ঝরিয়েছে ব্যস্ত বাংলার বাঘীনিরা। বড় এ আসর ঘিরে সিলেটজুড়ে চলছে উন্মাদনা। চ্যালেঞ্জ থাকলেও সেরাটা দিয়ে ট্রফি ধরে রাখার প্রত্যয় নিগার সুলতানা জ্যোতির দলের। হোম ভেন্যুর সর্বাত্মক সুবিধা নিতে চান টাইগ্রেস অধিনায়ক।

চারপাশে সবুজ প্রকৃতিঘেরা মাঠ, এর মাঝেই সালমা-জ্যোতিদের শেষ মুহূর্তের প্রস্তুতি। কিছুদিন আগেও বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা খেলে গেছেন সিলেটের মাঠে। অনুশীলন ক্যাম্পও করেছেন এখানে। এরই মাঝে এশিয়া কাপের আসরে ব্যাট আর বল হাতে উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন তারা। তাইতো হোম ভেন্যুতে সর্বোচ্চটা দেয়ার প্রত্যয় জ্যোতিদের।

গণমাধ্যমকে নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমাদের টার্গেট হচ্ছে ম্যাচ বাই ম্যাচ ক্রিকেট খেলা। আমার কাছে মনে হয়, যদি আমরা দল হিসেবে খেলি তাহলে আমাদের চ্যালেঞ্জ নিতে হবে না। একজন খেলোয়াড় অনেক বেশি ভালো খেলার ফলে যে ম্যাচ জিতেছি তা কিন্তু হয়নি। দেখা যায়, সবার ছোট ছোট অবদান রাখা ম্যাচগুলোই আমরা জিতেছি। প্রত্যেকটা দলের শক্তির আগের চেয়ে অনেক বেড়েছে। আমরাও নিজেদের উন্নতি করেছি। আমরা চেষ্টা করব, হোম ভেন্যুর সর্বাত্মক সুবিধা নেয়ার।’

আরও পড়ুন: এশিয়া কাপ মিশনে মাঠে নামছে বাংলাদেশ

চ্যালেঞ্জ থাকলেও চেনা মাঠ, অনুকূল পরিবেশ, দারুণ ছন্দে থাকা টিম নিয়ে ট্রফি ধরে রাখার ব্যাপারে আশাবাদী দলের হেড কোচ এ.কে মাহমুদ ইমনের। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের হোম ভেন্যুতে আমরা একটা জাতীয় ক্রিকেট লিগ শেষ করেছি। তারপর আবুধাবিতে আমরা বিশ্বকাপ বাছাইয়ে খেলেছি। কন্ডিশন, আবহাওয়া সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালো আছে। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আশা করছি এবারও ফাইনাল খেলার।’

এদিকে সিলেটের মাঠে বড় এই আসর ঘিরে দর্শকদের আগ্রহেরও কমতি নেই। শেষ মুহূর্ত পর্যন্ত উন্মাদনায় মেতে থাকতে চান দর্শকরা। খেলা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

এ সম্পর্কে সিলেট গ্রাউন্ডসের সিনিয়র জাতীয় ব্যবস্থাপক সৈয়দ আব্দুল বাতেন বলেন, ‘প্রথম গ্রাউন্ডস নিয়ে আমাদের প্রস্তুতি আগে থেকেই আছে। এখানে আন্তর্জাতিক ম্যাচ হয়। আর দ্বিতীয় মাঠটাও এবার ম্যাচ উপযোগী করে গড়ে তুলেছি। এখানে খেলা পরিচালনার জন্য প্রয়োজনীয় সবকিছু আমরা নতুনভাবে সাজিয়েছি।’

আরও পড়ুন: রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ছে টাইগাররা

শনিবার (০১ অক্টোবর) বাংলাদেশ-থাইল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী এশিয়া কাপের। দুপুরে একই মাঠে ভারতের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। সবগুলো খেলা হবে সিলেট স্টেডিয়ামের গ্রাউন্ড-১ ও গ্রাইন্ড-২- এ।

তপ্ত রোদে ঘাম ঝরানো প্রস্তুতি, আর সেরাটা দেয়ার প্রত্যাশা বলে দেয় ভালো কিছুর সাক্ষী হতে যাচ্ছে সবুজে মোড়ানো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!