ফেনীতে বাল্যবিয়ে প্রতিরোধ দিবস পালিত
ফেনী | তারিখঃ September 30th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 854 বার
শহর প্রতিনিধি->>
ফেনীতে বাল্যবিবাহ প্রতিরোধ দিবস পালিত হয়েছে। ‘সময়ের অঙ্গিকার, কন্যা শিশুর অধিকার’ এই শ্লোগানে বৃহস্পতিবার ফেনী মডেল কলেজ মিলনায়তনে দিবসটিতে কুইজ প্রতিযোগিতা, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ করা হয়।
ইপসার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন ফেনীর উপ-পরিচালক মো. ইউছুফ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ।
ইপসার জেলা সমন্বয়কারী মোহাম্মদ সাজেদুল আনোয়ার ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম ফেনীর সভাপতি দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, আরবান ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লিয়াকত আলী আরমান ও সবুজ বাংলার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও উন্নত সমৃদ্ধ দেশ গড়তে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। আর বাল্যবিবাহ বন্ধে এবং এই বিষয়ে সচেতনার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




