বাইসাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত
<![CDATA[
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তেঘরীহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের মাজেদুল হকের ছেলে আরিফ হোসেন (১৭) ও একই গ্রামের আলেক মণ্ডল (৪৫)।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে গাজীরবাজারে যাচ্ছিলো মাদ্রাসাছাত্র আরিফুল ইসলাম। পথে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আরিফুল ইসলাম ও বাইসাইকেল আরোহী আলেক মণ্ডল গুরুতর আহত হন। সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
গুরুতর অবস্থায় আলেক মণ্ডলকে যশোরে স্থানান্তর করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ছাত্র আরিফ হোসেন বিকেলে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আর আলেক মণ্ডল যশোরে মারা গেছেন। তার মৃতদেহ যশোরে আছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
]]>




