বাংলাদেশ

বিশ্বকাপ শেষ আরেক ফরাসি তারকার

<![CDATA[

চলতি মৌসুমের শুরুতে ফরাসি ক্লাব মার্সেই থেকে অ্যাস্টন ভিলাতে যোগ দিয়েছিলেন ফরাসি মিডফিল্ডার বুবাকার কামারা। তবে সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে হাঁটুর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপরই ভাবা হচ্ছিল, দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে চলে গেছেন ফরাসি এই তারকা। আর গুঞ্জনটাও সত্যি হলো। ভিলা ম্যানেজার স্টিভেন জেরার্ড জানিয়েছেন, দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে চলে গেছেন কামারা। যার কারণে বিশ্বকাপ খেলা হচ্ছে না ২২ বছর বয়সী এই তারকার।

একের পর এক চোটের ধাক্কায় জেরবার ফ্রান্স শিবিরে আরেক ধাক্কা। গত জুনে উয়েফা নেশন্স লিগে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল কামারার। ওই দফায় খেলেন তিন ম্যাচ। এরপর আর ফ্রান্সের হয়ে খেলা হয়নি তার।

চলতি মাসের শুরুতে সাউথ্যাম্পটনের বিপক্ষে ভিলার ১-০ গোলে জেতা ম্যাচে চোট পান ২২ বছর বয়সী কামারা। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে আগামী রোববার (২ অক্টোবর) খেলবে ভিলা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জেরার্ড জানান, দুর্ভাগ্যবশত বিশ্বকাপ পর্যন্ত বাউবা (কামারা) মাঠের বাইরে থাকবে, যা অনেক বড় ধাক্কা।

আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কিত প্রার্থীকে সমর্থনে তোপের মুখে নেইমার 

আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপে কামারাকে হারানো গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের জন্য বড় চিন্তার কারণ। এদিকে ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পগবারও বৈশ্বিক আসরে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। 

সম্প্রতি হওয়া নেশনস লিগের ম্যাচগুলোতে চোটের কারণে মাঝমাঠের আরেক ভরসা এনগোলো কন্তেকেও পাননি দিদিয়ের দেশম।

আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও তিউনিসিয়া।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!