৭ দফা দাবিতে সরকারি কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন
<![CDATA[
বৈষম্যমুক্ত নবম পে-স্কেল ঘোষণা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ১১-২০ গ্রেডের কর্মচারীদের ৫০ শতাংশ ভাতা প্রদানের সাত দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ।
শনিবার (১ অক্টোবর) বেলা ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেতা সেলিম রেজার সভাপতিত্বে একযোগে ৬৪ জেলায় সাত দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও ১১-২০ গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার।
আরও পড়ুন: মাদক কারবারি ছেলেদের বিরুদ্ধে মানববন্ধনে বাবা
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১১-২০ গ্রেডের কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা সমন্বয়ক আব্দুর রশিদ, জেলা সমন্বয়ক আলমগীর, শরিফুল, আশরাফুল ও সুজনসহ অনেকে।
]]>