রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে বায়িং হাউসের কর্মকর্তা
<![CDATA[
রাজধানীর উত্তরায় ইমরান হোসেন (৩৫) নামে এক বায়িং হাউসের কর্মকর্তা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তার কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে অচেতন অবস্থায় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ইমরানের সহকর্মী নাজমুল ইসলাম জানান, উত্তরা রাজলক্ষ্মী মার্কেট এলাকার এসএস টেক্স নামে একটি বায়িং হাউসে চিফ এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ইমরান। শনিবার সকালে বিমানবন্দর এলাকায় কাজে যান তিনি। সেখান থেকে দুপুরের দিকে অফিসে ফেরার কথা ছিল তার। তবে দুপুরে তার ফোন থেকে সংবাদ পান, ইমরান অচেতন অবস্থায় রাজলক্ষ্মী মার্কেটের সামনে পড়ে আছেন। পরে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নেয়া হয়।
আরও পড়ুন: যে সুযোগ কাজে লাগাচ্ছে অপপ্রচারকারীরা
তিনি আরও জানান, বিভিন্ন গার্মেন্টস থেকে তিন লাখ টাকা তুলেছিলেন ইমরান। এরপর বাসে রাজলক্ষ্মী মার্কেটে অফিসে ফেরার কথা ছিল। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা তার ওপর চেতনানাশক কিছু প্রয়োগ করে তার কাছে থাকা টাকার ব্যাগ হাতিয়ে নিয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ইমরান হোসেনকে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার সহকর্মীরা অভিযোগ করেন, তার কাছে প্রায় তিন লাখ টাকা ছিল।
]]>




