খেলা

নকল করে বাংলা সিনেমা আর কতদিন?

<![CDATA[

সাম্প্রতিককালে চলচ্চিত্র নিয়ে দর্শকদের একটা আক্ষেপের জায়গা সবসময়ই লক্ষ করা যায়। সিনেমাপ্রেমীদের প্রায়ই অভিযোগ থাকে মৌলিক গল্পের সিনেমা হচ্ছে না বললেই চলে। যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে, তার বেশির ভাগই বাইরের দেশের সিনেমার, বিশেষত তেলুগু মুভির হুবহু নকল। যদিও এসবের মাঝে ‘হাওয়া’র মতো সিনেমা বেশ শক্ত করেই চলচ্চিত্র পাড়ার হাল ধরেছে।

তবে ভালো গল্প, ছবির আশায় দর্শকরা এখন ওটিটি প্ল্যাটফর্মেরও দিকে বেশি ঝুঁকছেন। যেদিকে ঢালিউড অনেকটাই ব্যর্থ। কেন মৌলিক কোনো গল্প পাচ্ছে না ঢালিউড ইন্ডাস্ট্রি? নকল করে বাংলা সিনেমা আর কতদিন?

নকলের এ তালিকায় আছেন খোদ ঢালিউড কিং খান শাকিব খান, আর তার লিস্ট সবচেয়ে দীর্ঘ। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’ সিনেমাটি ২০১৫ সালের তেলুগু সুপারস্টার রাভি তেজার ‘বেঙ্গল টাইগার’ সিনেমার নকল। এবং কন্নড়ের ‘মাস্টারপিস’ সিনেমারও কিছু দৃশ্যের অংশবিশেষ কপি করা হয়েছে। শাকিব খানের যৌথ প্রযোজনার ছবিগুলোও কপি এবং এর বহু প্রমাণ পাওয়া গেছে ছবির টিজারে কিংবা পুরো সিনেমায়।

আরও পড়ুন: কঠোর নিরাপত্তায় একসঙ্গে শুটিংয়ে শাকিব-বুবলী

‘শিকারি’ ঢালিউড কিং শাকিব খানের প্রথম যৌথ প্রযোজনার ছবি। যেখানে শাকিবের সাথে ওপার বাংলার শ্রাবন্তী চ্যাটার্জির রসায়ন পর্দায় দেখতে পুরো বুঁদ ছিলেন ভক্তরা। আশা ছিল যেহেতু দুই বাংলার সিনেমায় কাজ করছেন শাকিব, হয়তো নতুন কিছুই হবে, কিন্তু ফলাফল শূন্য। দেখা গেল এটি ২০০৯ সালের তামিল মুভি ‘আধাভান’ সিনেমার গল্পের হুবহু নকল। ‘পাসওয়ার্ড’ সিনেমা যে ‘দ্য টার্গেট’ সাউথ কোরিয়ান মুভির নকল সেটি প্রমাণসহ সেন্সর বোর্ডে অভিযোগ পর্যন্ত করা হয়েছিল।

‘দ্য টার্গেট’-এর সাথে শাকিবের ‘পাসওয়ার্ড’-এর গল্প ও দৃশ্যে হুবহু মিল পাওয়া গেছে। যেখানে গণমাধ্যমে ছবিটির পরিচালক মালিক আফসারি বরাবরই এ ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন। শাকিব-বুবলীর ‘রংবাজ’ সিনেমাটিও নকলের অভিযোগে সমালোচকদের কাছে ব্যাপক সমালোচিত হয়েছিল। অভিযোগ ছিল ছবিটি বলিউড মুভি ‘হাম কিছি ছে কাম নেহি’র অনুকরণে নির্মাণ করা হয়েছে। এমনকি শাকিবের আরেকটি ছবি ‘চালবাজ’ সেটিও তেলুগু ছবি ‘পাটেল অন সেল’-এর কপি।

শাকিব-অপু অভিনীত ‘নিশ্বাস আমার তুমি’ সিনেমাটিও ‘নুভভোস্তানান্তে’ এই তেলুগু সিনেমার নকল। যেই সিনেমাটি হিন্দি, বাংলাসহ একাধিক ভাষায় রিমেক করা হয়েছে। এদিকে মা‌লেক আফসারী প‌রিচা‌লিত আরেকটি ট্র্যাজেডি মুভি ‘অন্তর জ্বালা’ও তা‌মিল ছ‌বি ‘ভেইল’-এর নকল।

আরও পড়ুন: ‘বুবলীর পেটের বাচ্চা নিয়ে তোমাদের এত মাথাব্যথা কেন?’

এদিকে জাজ মাল্টিমিডিয়াও পিছিয়ে নেই। তাদের বহুল প্রত্যাশিত ও ব্যয়বহুল সিনেমা ছিল ‘রক্ত’। অ্যাকশন লেডির অভিনয়ে পরীমণির এই ছবিটি ১৯৯৬ সালের আমেরিকান মুভি ‘The long kiss Goodnight’র সাথে অনেকাংশে মিল। তা ছাড়া নুসরাত ফারিয়া অভিনীত আরও একটি যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ এবং বাপ্পী-মাহি অভিনীত সিনেমা ‘অন্য রকম ভালোবাসা’ একই তামিল একটি মুভি ‘মাস্কা’র রিমেক।

ঢালিউডের আরেক ড্যাশিং হিরো আরিফিন শুভরও নাম আছে এ তালিকায়। শামীম আহমেদ রনি পরিচালিত কমেডি ধাঁচের সিনেমা ‘ধ্যাততেরিকি’। আরিফিন শুভ, নুসরাত ফারিয়া ও রোশান অভিনীত এই মুভিটি ছিল ২০১২ সালের পাঞ্জাবি মুভি ‘ক্যারি অন জাট’র নকল। একই গল্পে ‘হাইপার’ নামেও একটি তেলুগু মুভি রয়েছে।

আরও পড়ুন: শাকিব-বুবলী ইস্যু নিয়ে কথা বললেন অনন্ত জলিল

এক ভীতু যুবকের মাধ্যমে এক অতৃপ্ত আত্মার প্রতিশোধের গল্প, এটি ব্লকবাস্টার তামিল মুভি ‘কানঞ্চানা’। সাইমন সাদিক অভিনীত হরর মুভি ‘মায়াবিনী’ও  তামিল সিনেমা ‘কানঞ্চানা’র হুবহু নকল। এগুলো ছাড়াও আরও বহু তেলুগু মুভির নকল সিনেমার দেখা মিলবে বাংলা চলচ্চিত্রে। এসবের পর এখন প্রশ্ন চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে কবে তেলুগু চলচ্চিত্র থেকে বেরিয়ে মৌলিক ধারার গল্প উপহার পাবে বাংলা চলচ্চিত্র।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!