প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্ত ফুটবলারের চিকিৎসায় স্বপন মিয়াজীর সহায়তা
নিজস্ব প্রতিনিধি :
টাকার অভাবে চিকিৎসা করাতে না পারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কারপ্রাপ্ত ফেনী জেলা ফুটবল টিমের সদস্য রাকিবুল হোসেনের পাশে দাঁড়িয়েছেন ফেনী পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম স্বপন মিয়াজী। পৌরসভায় ডেকে নিয়ে তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। গত ২০ মার্চ ফুটবল মাঠে দূর্ঘটনার শিকার হয়ে বাম পায়ের হাঁটুতে আঘাত লেগে এসিএল লিগামেন্ট ছিঁড়ে যায় রাকিবের।
রাকিবুল হোসেন জানান, আগামী ১৬ অক্টোবর তার পায়ের চিকিৎসার জন্য ভারত যাবেন। সেখানে কলকাতার একটি হাসপাতালে ১৭ অক্টোবর অপারেশনের কথা রয়েছে। পুরোপুরি সুস্থ হলে আবার মাঠে খেলতে পারবেন বলে ২০ বছর বয়সী এ তরুণের আশা।
রাকিব শহরের ৪নং ওয়ার্ড বিরিঞ্চি এলাকার পঁচি ফকির বাড়ির আবু বকর ছিদ্দিকের ছেলে। তার বাবা একাডেমী এলাকায় শ্রমিক অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত। ৫ ভাই-বোনের মধ্যে সে সবার ছোট।
রাকিব আরো জানায়, দূর্ঘটনার শিকার হওয়ার পর থেকে তার চিকিৎসার জন্য পুরো পরিবার দুশ্চিন্তায় ছিল। একপর্যায়ে পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্টার লাইন গ্রæপ, জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা গেছে, ফেনী স্পোর্টস একাডেমী থেকে যথাক্রমে অনুর্ধ ১৪, ১৫, ১৬, ১৭ ফুটবল টুর্ণামেন্ট খেলায় বিভিন্ন দলের হয়ে ক্যাপ্টেন হিসেবে টুর্ণামেন্ট পরিচালনা করে চ্যাম্পিয়নশীপ ও রানার্সআপ হয় রাকিব। ২০১৯ সালে চট্টগ্রাম বিভাগীয় ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা’ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ খেলায় রানার্সআপ হয়ে প্রধানমন্ত্রীর থেকে পুরস্কার নেয়ার সৌভাগ্য হয় রাকিবের।